অ্যাপলের ডিভাইস ব্যবহারের জন্য বিশেষ একটি আইডির প্রয়োজন হয়। যাকে বলা হয় অ্যাপল আইডি। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস ব্যবহারে যেমন লাগে জিমেইল আইডি। আইফোন ও আইপ্যাডের বেলায় অ্যাপল আইডিও ঠিক তাই। বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলা নিয়ে বিপাকে পড়তে হয় অনেককে।

এ টিউটোরিয়ালে থাকছে অ্যাপল আইডি থেকে পেমেন্ট করার ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দেয় সেগুলো দূর করার উপায়।

অ্যাপলের আইডি খোলার পর অনেক ব্যবহারকারী অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ নামাতে গেলে পেমেন্ট মেথড নিয়ে বিপাকে পড়েন । যখন অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের জন্য ক্লিক করা হয় তখন ভিসা, ব্যাংক কিংবা মাস্টার কার্ডের তথ্য দিতে বলা হয়।

তথ্যগুলো সঠিক না হওয়া পর্যন্ত কোনো অ্যাপ ডাউনলোড করা যায় না। অনেক ব্যবহারকারীদের আন্তজার্তিক ভিসা বা মাস্টার কার্ড নেই। ফলে নতুন কোনো অ্যাপ নামামো সম্ভব হয় না। ফ্রি অ্যাপের ক্ষেত্রেও এমন ঝামেলা হয়।

এমন ক্ষেত্রে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই ফ্রি অ্যাপ নামানো যাবে।

প্রথম আইফোন বা আইপ্যাড থেকে সেটিংস অপশনে যেতে হবে।

তারপর বাম পাশে থাকে অপশনগুলো থেকে ‘itunes & store’-এ ক্লিক করতে হবে।

তাহলে নতুন এটি পেইজের ডান পাশে অ্যাপল আইডিটি প্রদর্শিত হবে।

সেখান থেকে অ্যাপল আইডিটির মেইল নামের উপর ক্লিক করতে হবে। তাহলে পপ আপে একটি নতুন পেইজ আসবে।

সেখান থেকে ‘view apple id’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর পাসওয়ার্ড চাইলে, তা দিতে হবে। তাহলে অ্যাপল আইডির তথ্যগুলো দেখা যাবে। সেখান থেকে ‘payment information’-এ ক্লিক করতে হবে।

নতুন আরেকটি পেইজ আসবে। এরপর ‘payment type’ থেকে ‘none’-এ ক্লিক করে ‘done’-এ ক্লিক করতে হবে।

তাহলেই অ্যাপস্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পেমেন্ট মেথড বার বার দেখাবে না।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments