ফেইসবুকে গ্রুপ অডিও কলিং ফিচার চালু থাকলেও একত্রে একাধিক বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করা যেতো না। ব্যবহারকারীদের কথা ভেবে সম্প্রতি গ্রুপ ভিডিও কলিং ফিচার উন্মুক্ত করেছে ফেইসবুক। টেকশহর ডটকমে সংবাদটি প্রকাশিত হওয়ার পরে অনেক পাঠক আমাদের কাছে জানতে চেয়েছিলো কিভাবে গ্রুপ ভিডিও কলিং করা যায়।

কিভাবে ফেইসবুকে গ্রুপ ভিডিও কল করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

গ্রুপ ভিডিও কলিং ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই ফোনে থাকা ফেইসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। তারপর ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চালু করতে হবে।

তারপর নিউ ম্যাসেজ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে যে বন্ধুদের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে হবে তাদের যুক্ত করতে হবে।

গ্রুপ ম্যাসেঞ্জিংয়ে সবাইকে যুক্ত করার পরে চাইলে এ গ্রুপের একটা নামও দেয়া যায়।

এরপর গ্রুপ ম্যাসেঞ্জারের ট্যাবটির উপরে ডান পাশে ভয়েস কলিং আইকনে পাশেই ভিডিও কল করার আইকন দেখা যাবে। এতে ক্লিক করলেই যাদেরকে গ্রুপে যুক্ত করা হয়েছে সবার কাছে ভিডিও কল চলে যাবে।

যে সকল বন্ধুরা কল ধরবে তারা ভিডিও কলিও যুক্ত হচ্ছে। এভাবে একত্রে ৬ জন বন্ধু একত্রে ভিডিও কল করতে পারবেন।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments