বন্ধুর সাথে দেখা করবেন বিকাল ৫টায়। ‘এই আসতেছি’ বলে দুই ঘন্টা দেরি করলো সে। অযুহাত হিসেবে খাড়া করলো জ্যাম বা অন্য কিছু। তবে স্মার্ট এ যুগে সহজেই বন্ধু ফাঁকি দিতে পারবে না। চাইলে তিনি কোথায় আছেন সে লোকেশন আপনি দেখতে পারবেন। এমনি ফিচার নিয়ে হাজির হয়েছে ফেইসবুক।

চাইলে বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করা যাবে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে। তবে লোকেশন দেখতে হলে বন্ধুর সম্মতি লাগবে।

কিভাবে ফেইসবুকের ম্যাসেঞ্জার লোকেশন শেয়ার করা যাবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

facebook-location-techshohor

প্রথমে ম্যাসেঞ্জার গিয়ে যে বন্ধুকে লোকেশন শেয়ার করতে চান তার ম্যাসেজ ট্যাবটি চালু করতে হবে।

তারপর টেক্সট লেখার উপরে ডান পাশে মেনুতে (তিনটি ডট চিহ্ন দেয়া) এতে ক্লিক করতে হবে।

facebook-location-share-1-techshohor

এরপর সেখান থেকে ‘location’ অপশনটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ফোনের সেটিংস থেকে লোকেশন বা জিপিএস চালু করে নিতে হবে।

facebook-location-share-2-techshohor

এবার স্বয়ক্রিয়ভাবে ম্যাপে প্রদর্শিত হবে আপনার লোকেশনে। তারপর ‘share live location for 60’ বাটনে ক্লিক করতে হবে।

তাহলে যে বন্ধুকে শেয়ার করছেন তিনি আপনার লাইভ লোকেশন ১ ঘন্টা দেখতে পারবেন। লোকেশন শেয়ার কতক্ষণ দেখাবেন সেটাও নির্দিষ্ট করে দেওয়া যাবে। চাইলে এক ঘন্টার আগেই লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments