অনেক সময় একই ম‍্যাকবুক একাধিক মানুষ ব‍্যবহার করে থাকেন। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব‍্যবহারকারীর জন্য আলাদা আলাদা ইউজার অ্যাকাউন্ট তৈরি করলে নিজের ব‍্যক্তিগত তথ‍্য নিরাপদ থাকবে। কিভাবে ম‍্যাকে নতুন ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে ম‍্যাকের বাম পাশে উপরে থাকা অ‍্যাপল আইকনে ক্লিক করে ‘system preferences’ অপশনে যেতে হবে।

তারপর ‘user & groups’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন যে পেইজ চালু হবে সেখান থেকে ‘click the lock to make changes’ অপশনে ক্লিক করে ম‍্যাকের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে।

পরবর্তী ধাপে নিচে বাম দিকে থাকা ‘+’ আইকনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পপআপ চালু হবে। সেখানে যে ব‍্যবহারকারীর নামে অ্যাকাউন্ট খুলবেন তার পুরা নাম, অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড ও ব্যবহারকারীরা কী কী অ্যাক্সেস করতে পারবেন তা নির্বাচন করে দিতে হবে।

তারপর ‘create user’ বাটনে ক্লিক করতে হবে।

তাহলে ম‍্যাকে নতুন ইউজার অ‍্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ম‍্যাক পরবর্তীতে চালু করলে অ্যাকাউন্টটি প্রদর্শিত হবে।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments