ধরুণ আপনি মোটরসাইকেল ব্যবহার করেন। শখের বশে আইফোন মোটরসাইকেলে মাউন্ট করলে মটোব্লগ করলেন। দীর্ঘ সময় মোটরসাইকেলের সাথে আইফোন রাখলে বিষয়টি আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।
প্রতিষ্ঠানটি বলছে, কিছু প্যাটার্নের কম্পন আইফোনের ফোনের ক্যামেরার জন্য ক্ষতির কারণ হতে পারে। এর মধ্যে উলেখ্যযোগ্য হলে উচ্চক্ষমতার মোটরসাইকেলের ইঞ্জিনের কম্পন।
আইফোন ৭ থেকে শুরু করে নতুন আইফোনে ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন কিংবা ক্লোজড-লুপ অটোফোকাস সুবিধা আছে। কম্পনের ফলে সেগুলোতে এমন ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। কারণ ছবি বা ভিডিও ধারণ করার সময় সেগুলোতে জাইরোস্কোপ কিংবা চৌম্বকীয় সেন্সর ব্যবহার করা হয়।
অ্যাপল জানিয়েছে , আইফোনের ক্যামেরার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন কিংবা ক্লোজড-লুপ অটোফোকাস এমনিতে বেশ শক্তপোক্ত করেই গড়া। তবে তীব্রভাবে কাঁপছে, এমন বস্তুর সংস্পর্শে টানা দীর্ঘ সময় থাকলে ক্ষতি হতে পারে। এতে ধারণকৃত ছবি বা ভিডিওর মান ক্রমে খারাপ হতে থাকে।
আর সে কারণে এমন বস্তুর সংস্পর্শে আইফোন দীর্ঘক্ষণ না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোপড বা ইলেকট্রিক স্কুটারের মতো বাহনের সঙ্গেও সরাসরি আইফোন যুক্ত করতে মানা করেছে অ্যাপল।
কিন্তু নতুন্ আইফোন উন্মোচন হওয়ার মাত্র কয়েকদিন কেন এমন ধরনের অসুবিধার কথা এতদিন পরে প্রকাশ করলো অ্যাপল? অ্যাপলের উচিত ছিল বিষয়টি সম্পর্কে গ্রাহকদের আরো আগে জানানো।
অ্যাপলের প্রেস রিলিজটি বিস্তারিত পাবেন এই লিংকে।