আইফোন ১২ ও অ্যাপলের নতুন আরো পণ্যের ঘোষণা আসতে যাচ্ছে ১৫ সেপ্টেম্বর। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন ডিভাইস উন্মোচনের তারিখের ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে সেদিন আইফোন ১২, অ্যাপল ওয়াচ, নতুন আইপ্যাডের ঘোষণা আসবে। যদিও অ্যাপলের পক্ষ থেকে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।
লাইভ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
কয়েকটি গুঞ্জনে জানা গেছে, আইফোন ১২ মেডেল থাকতে দুইটি ক্যামেরা। প্রো মডেলে থাকবে তিনটি ক্যামেরা। ১২০ হার্টেজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। করোনাকালীন সময়ের জন্য হয়ত এবার ভাচুয়ালভাবে উন্মোচন অনুষ্ঠানটি হতে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত অ্যাপল নতুন কোন চমক দিতে পারে কিনা।