একের পর এক স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান দেশেই তৈরি করছে ফোন। সেই ন‍ৌকায় পাল উড়ালো নকিয়া। সম্প্রতি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র‍্যান্ডেড দুইটি স্মার্টফোন উন্মোচন করে প্রতিষ্ঠানটি। নকিয়া জি১০ ও নকিয়া জি২০ ফোনট দুইটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তৈরি হয়েছে। ফোন দুইটির ফিচার ও মূল‍্য কত চলুন জানি।

নকিয়া জি১০ কনফিগারেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি।
  • অপারেটিং সিস্টেম : অ‍্যান্ড্রয়েড ১১
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫।
  • র‍্যামঃ ৩জিবি ।
  • স্টোরেজঃ ৩২জিবি, রয়েছে মাইক্রো এসডি কার্ড ব‍্যবহারের সুবিধা।
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল।
  • ব্যাটারিঃ ৫ হাজার ৫০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।
মূল নির্ধারণ করা হয়েছে  ১৩ হাজার ৪৯৯টাকা।

 

 

নকিয়া জি২০ এর কনফিগারেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • র‍্যামঃ ৪জিবি
  • অপারেটিং সিস্টেম : অ‍্যান্ড্রয়েড ১১
  • স্টোরেজঃ ৬৪জিবি, রয়েছে মাইক্রো এসডি কার্ড ব‍্যবহারের সুবিধা।
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫ হাজার ৫০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।
মূল নির্ধারণ করা হয়েছে  ১৪ হাজার ৯৯৯ টাকা।
বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments