অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারির নতুন আপডেট আনা হয়েছে। পূর্বের সংস্করণে বেশি কিছু বাগ ফিক্সড করা হয়েছে এই আপডটে। সাফারি টেকনোলজি প্রিভিউ ১০৫ নামে আপডেটটি ম্যাক ওএস মোহাভি ও ক্যাটালিনা সংস্করণ পাওয়া যাবে।
অ্যাপটি জানিয়েছে নতুন আপডেটটিতে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, মিডিয়া, ওয়েব অ্যানিমেশন, ওয়েব এপিআই ইত্যাদি ফিচারের বাগ ফিক্সড করা হয়েছে।
এই ঠিকানা থেকে আপডট সংস্করণটি ডাউনলোড করে নেয়া যাবে।
★ তথ্য প্রযুক্তি বা নতুন কোন গ্যাজেট সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে করুন টেককাল্টের ফেইসবুক গ্রুপে। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
★ প্রযুক্তি নিযে নিত্যনতুন ভিডিও দেখতে সাবক্রাইব করুণ টেক কাল্টের ইউটিউব চ্যানেলে।