অবশেষে জল্পনা-কল্পনার পরে উন্মোচন হলো টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন। মঙ্গলবার রাতে ভার্চুয়াল এক ইভেন্ট ৪ টি আইফোন বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। তবে গুজবের সাথে মিল রেখে এবার আইফোনে থাকবে না কোন হেডফোন ও চার্জার। নতুন চারটি আইফোনের বক্স আকৃতির ডিজাইন অনেকটা আইফোন ৪ এর মতই। চলুন এক নজরে দেখি কি কি আছে আইফোনগুলোতে।
আইফোন ১২ ও আইফোন ১২ মিনি
ডিসপ্লে: ৫.৪ ইঞ্চি ডিসপ্লে (আইফোন ১২) এবং ৬.১ ইঞ্চি ডিসপ্লে (আইফোন ১২ মিনি)
প্রসেসর : এ১৪ বায়োনিক চিপ
অপারেটিং সিস্টেম: আইওএস ১৪
স্টোরেজ: ৮/১২৮/৫১২ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: ডুয়াল ক্যামেরা সেটাপ – ১২ মেগাপিক্সেলের ওয়াইড ও আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা : ১২ মেগাপিক্সেল।
ব্যাটারি : ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: আইফোন ১২ এর দাম ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১২ মিনি এর দাম ৬৯৯ মার্কিন ডলার।
আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স
ডিসপ্লে: ৬.১ ইঞ্চি ডিসপ্লে (আইফোন ১২ প্রো) এবং ৬.৭ ইঞ্চি ডিসপ্লে (আইফোন ১২ প্রো ম্যাক্স)
প্রসেসর : এ১৪ বায়োনিক চিপ
অপারেটিং সিস্টেম: আইওএস ১৪
স্টোরেজ: ৮/১২৮/৫১২ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স এ থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ। ১২ মেগাপিক্সেলের ওয়াইড, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা থাকছে ।
সেলফি ক্যামেরা : ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি : ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: আইফোন ১২ প্রো এর দাম ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। আইফোন ১২ প্রো ম্যাক্স পাওয়া যাবে ১০৯৯ মার্কিন ডলার।