১৯৭১ সালে মুক্তিকামী জনগণ বিজয় ছিনিয়ে আনেন নয় মাসের দীর্ঘ যুদ্ধের পর। ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বিরত্ব গাথায় জন্ম নেয় বাংলাদেশ। বিজয়ের পর পেরিয়ে গেছে অনেক বছর। তবুও মুক্তিযুদ্ধের গল্প, স্বাধীনতার সেইসব দিনগুলো আজও অমলিন। অনলাইনেও জয়গান থেমে নেই বাংলার দামাল ছেলেদের বীরত্ব গাথা নিয়ে। অনেকেই জানতে চায় মুক্তিযুদ্ধ এর অ্যাপ সম্পর্কে। যেমনি কিছু অ্যাপ তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
এক নজরে সূচী
একাত্তরের ডায়েরি
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আজকের দিনে কি ঘটেছিল? এমন প্রশ্ন করলে উওর দেওয়া যথেষ্ট কষ্টকর। বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না। এজন্য লাইব্রেরিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েও সব মনে রাখা সম্ভব না। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির সাহায্যে যুদ্ধের ৯ মাসে প্রতিদিন কি ঘটেছিল তা জানা যাবে খুব সহজে। তেমনি একটি অ্যাপ্লিকেশন “একাত্তরের ডায়েরি”।
যুদ্ধের প্রতিটি দিন কি ঘটে ছিল সেই সম্পর্কে জানা যাবে তারিখ অনুযায়ী। অ্যাপটির সাইজ ছোট হওয়ার ফলে কম র্যাম দখল করে ফলে স্মার্টফোনের স্লো হয়ে যায় না। অ্যাপটির উপরের দিকে রয়েছে তারিখ। নিদিষ্টি তারিখের উপর ক্লিক করে সেই তারিখে কি ঘটেছিল তা জানা যায়।মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে তথ্য নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে। ফলে অ্যাপটির তথ্যগুলোর নিয়ে সহেন্দের অবকাশ নেই। অ্যাপটি থেকে সারাসরি ফেইসবুকে শেয়ার সুবিধা রয়েছে।
অ্যাপটির সাইজ মাত্র ১.৬ মেগাবাইট। অ্যাপটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু সম্পর্কে জানাবে যে অ্যাপ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার সম্পর্কে জানলে মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য জানা যাবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দারুণ একটি অ্যাপ হলো মুজিব ১০০।
বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই, বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এ অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে এ অ্যাপের ব্যবহারকারীরা জানতে পারবে। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র ও তার নিজের হাতে লেখা আত্মীজবনীমূলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ।
অ্যাপটির সাইজ ৮.৫ মেগাবাইট। অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
টাইমলাইন ৭১
অনেকেই জানতে চান যুদ্ধের সময়কার দিনগুলো কেমন ছিল, কি ঘটেছিল।নির্দিষ্ট একটি দিনে যুদ্ধের ঘটনা জানতে চান অনেকে । এ কৌতূহল মেটাবে ‘টাইমলাইন ৭১’ নামের অ্যাপ্লিকেশন।
অ্যাপটি প্রতিদিন যুদ্ধের সময় কি ঘটেছিল তা ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। অ্যাপটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে সে দিনের মুক্তিযুদ্ধের ইতিহাস নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। ব্যবহারকারীরা প্রতিদিন কোন সময়ে নোটিফিকেশনে পেতে চান তা নির্ধারণ করে দিতে পারবেন সেটিংস থেকে।এতে বাংলাদেশের মানচিত্রের উপর মাসের নাম দেওয়া রয়েছে। এতে ক্লিক করলে দিন অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস জানা যাবে।
অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর। এটি চালু করলে ব্যাকগ্রাউড সাউন্ড শোনা যায়। এ সাউন্ড ভালো না লাগলে তা বন্ধ করা যাবে সেটিংস থেকে। ইন্টারনেট ছাড়াও অফলাইনে কাজ করবে।
৪.৯ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
সাত বীরশ্রেষ্ঠ
একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলার ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। এই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনী এবং তার স্থানীয় দোসর জামাত, আল-বদর, আল-শামস, ও রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বাংলার আপামর জনসাধারণ। মুক্তিযুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শনের জন্য ৭ জন শহীদ মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বের খেতাব বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। এই বীরদের সম্পর্কে জানাবে ‘৭ বীরশ্রেষ্ঠ” অ্যাপ।
অ্যাপটির হোম পেইজে সাতজন বীরশ্রেষ্ঠের নাম পাওয়া যাবে। যে কোন নামে ক্লিক করলে ওনার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। রয়েছে সার্চ করার সুবিধা। চাইলে অ্যাপটি থেকে তথ্য কপি করে সামাজিক মাধ্যমে শেয়ারের সুবিধা রয়েছে। অ্যাপটির সাইজ ২.৮ মেগাবাইট। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
মুক্তিযুদ্ধ ই লাইব্রেরি
মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক লেখক লেখার মাধ্যমে তুলে ধরেছেন। সেই সব বইগুলো সব লাইব্রেরীতে খুঁজে পাওয়ার কষ্টকর। তবে হাতে স্মার্টফোন এবং মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি অ্যাপটি থাকলে বইগুলো সহজেই পড়া যাবে। অ্যাপটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইগুলো খুঁজে পাওয়া যাবে। সহজেই পড়া যাবে। চাইলে পছন্দের বই সার্চের সুবিধা রয়েছে। অ্যাপটি দারুণ একটি ফিচার হলো লেখকের তালিকা রয়েছে। এই তালিকা থেকে পছন্দের লেখকের বই পড়া যাবে।
১৬ মেগাবাইটের অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।