রিঅ্যাক্ট জেএস নিয়ে কাজ করতে হলে শুরুতেই একটি কোড এডিটরের প্রয়োজন হবে। পরবর্তীতে নোড জেএস এর প্রয়োজন হবে। দুইটি সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে নেয়া যাবে। বর্তমানে সাবলাইম টেক্সট এডিটর, নোটপ্যাড++সহ অনেক ধরনের কোড এডিটর রয়েছে। তবে নানা ফিচারের সুবিধা থাকায় আমি ভিএস কোড এডিটর ব্যবহার করি। এই ঠিকানা থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেমের ধারন অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।

দ্বিতীয়ত, এই ঠিকানা থেকে নোড জেএস সফটওয়্যারটি ইন্সটল করে নিতে হবে।

এবার চলুন আমরা দেখি কিভাবে আপনার প্রথম অ্যাপ তৈরি করবেন। এর জন্য প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট থেকে cmd চালু করুন। যে ফোন্ডারের অ্যাপটি তৈরি করতে চান সেটি cmd দিয়ে সেই ফোল্ডারে যেতে হবে। আর যদি সি ড্রাইভ চালু করতে চান তাহলে ডিফল্ট সেটি থাকবে লোকেশন সেখানেই তৈরি করতে হবে।

Cmd তে টাইপ করুন –

npx create-react-app my-app8

এখানে my-app ফোল্ডারটি নাম। আপনি চাইলে এই নামটি আপনার প্রয়োজন মত দিতে পারেন। এরপর এন্টার দিতে হবে। তাহলে ফোল্ডারে অ্যাপ তৈরি শুরু হবে। এটি হতে একটু সময় লাগবে। ইন্টারনেটের গতির উপর নির্ভর করতে তেমন সময় লাগবে।

তারপর টাইপ করুন cd my-app এরপর টাইপ করুন npm start।

সব প্রসেসর শেষ হলে http://localhost:3000/ ওয়েব ব্রাউজারের লোড হবে। জেএসের লগো ঘুরছে এমন একটি পেইজ দেখতে পাবেন। তৈরি হয়ে গেলো আপনার প্রথম জেএস অ্যাপ।

 

প্রথম পর্ব পড়তে ক্লিক করুন:
রিঅ্যাক্ট জেএস(React JS) কি এবং ইতিহাস : রিঅ্যাক্ট জেএস টিউটোরিয়াল #১

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments