গুগল ফটোস ব্যবহার করেনি এমন স্মার্টফোন ইউজার খোজা আর ডুমুরের ফুল খোজা এখন একই হতে পারে। Android কিংবা iOS যে OS ই আপনি চালান না কেন ছবি ব্যকাপ রাখার জন্য যে গুগল ফটোসই ইউজ করেন সেই কথা যদি আমি চোখ বুজে বলে দেই তাহলো তা কম করে হলেও ৯০ শতাংশ লোকের জন্য সত্যি হবে। বাকি ১০ শতাংশ লোকের জন্য খুলে বলি।
গুগল ফটোস হচ্ছে গুগলের একটা সার্ভিস যেখানে আপনি চাইলে আনলিমিটেড ছবি ব্যকাপ রাখতে পারেন। ফোন নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলেও আপনার মুল্যবান ছবি হারাবে নাহ। এই গুগল ফটোস এর কারনে আমার আমার ২০১০ সালের ছবিও আছে। এখন ভাবতে পারেন যে গুগল ফটোস এলোই ২০১৫ সালে, এই ব্যাটা ২০১০ সালের ছবি কিভাবে পাইলো। উত্তর হচ্ছে ২০১০ থেকে ২০১৫ সাল অবধি আমার পিসিতে ব্যকাপ ছিল সব ছবি, তারপর সেইগুলো ফটোস এ আপলোড দেই আমি। এখন সেই পিসি নেই, ফোন ও নেই কিন্তু ছবি আছে। অসাধারন না বিষয়টা ? Google Photos এ্যাপ দিয়ে আপনি চাইলে আপনার ফোনের সব ছবি অটো ব্যকাপ ও নিতে পারেন, যতো ইচ্ছে। কিন্তু …… উহু! চলুন শুরু করা যাক!
গুগল ফটোসে দুইটা কোয়ালিটির ছবি আপলোড করা যায়।
- অরজিনাল ( যে কোয়ালিটির ছবি আপলোড করেছেন সেটাই )
- High Quality ( আপনি যে সাইজের ছবিই তুলেন না কেন সেটা সর্বোচ্চ ১৬ মেগাপিক্সেলে কনভার্ট করে সেভ করবে)
অরজিনাল কোয়ালিটির ক্ষেত্রে ধরেন আপনার আপনার ফোন ৪৮ মেগা পিক্সেলের ছবি তুলে, তাহলে আপনি সেই ছবি Google Photos এ ব্যাকাপ রাখলে তা ৪৮ মেগা পিক্সেলেই থাকবে। কিন্তু এই কোয়ালিটিতে ছবি আপলোড করলে গুগল যে আপনাকে ১৫ জিবি জায়গা দেয় তা ব্যবহার করবে ফলে আপনি টোটাল ১৫ গিগাবাইটের বেশি ছবি আপলোড করতে পারবেন নাহ। কিন্তু আপনি যদি হাই কোয়ালিটি আপশন সিলেক্ট করেন তাহলে আপনার ৪৮ মেগা পিক্সেলের ছবিকে গুগল হাইয়েস্ট ১৬ মেগা পিক্সেলে কনভার্ট করবে। কিন্তু ছবির মানের তেমন কোন পরিবর্তন হবেনা। এই কোয়ালিটিতে আপলোড করলে আপনি যতো ইচ্ছে ছবি আপলোড করতে পারবেন , হোক ১৫ গিগাবাইট কিংবা ১৫ টেরাবাইট। তো আমি এই কেয়ালিটিতেই ছবি আপলোড করতাম। গুগল সেই ছবিকে লোকেশন, কে আছে ছবিতে, কি আছে ছবিতে সেই ভাবে সুন্দর করে সাজিয়ে রাখতো ।
আপনি ধরেন বান্দরবন ঘুরতে গিয়েছিলেন ২০১৮ সালে, ২০২১ সালে এসে সেই ছবি খুজতে হলে আপনাকে কষ্ট করে স্ক্রল করতে হবেনা, বান্দরবন লিখে সার্চ দিলেই বান্দরবনে তোলা আপনার সব ছবি সামনে চলে আসবে। কিংবা ধরেন আপনি চিলক্স এ বসে বার্গার খাইছেন ২০১৭ সালের কোন এক দুপুরে। এখন ২০২১ সালের কোন এক মাঝ রাতে আপনার মনে হইলো প্রমিকাকে বার্গার এর ছবি দিয়ে একটু যন্ত্রনা দেই, আপনি এখন সেই ছবি পাবেন কই? Google Photos এ গিয়ে বার্গার লিখে সার্চ দিলেই হবে । বন্ধুকে উইশ করবেন, ছবি খুজে পাচ্চেন নাহ? তার নাম লিখে Google Photos এ খুজেই দেখুন নাহ , পেয়ে যাবেন তার সাথে তোলা আপনার সব ছবি।
তো এই হল গুগল ফটোস এর কাহিনি। দারুন না বিষয়টা? কিন্তু এইখানে একটা কিন্তু আছে! পয়লা জুন ২০২১ এর পরে থেকে এই সুবিধা পাবেন না আর।
তো এখন কি করবেন?? আপাতত যেটা করতে পারেন তা হল পিসি দিয়ে গুগল ফটোসে যান। তারপর ডান দিকের নিচে Storage এ ক্লিক করে দেখুন আপনি আগে orginal কোয়ালিটিতে ছবি আপলোড করেছেন কিনা! যদি করে থাকেন তাহলে এখনি Settings এ গিয়ে Recover Space এ ক্লিক করে ছবিগুলো হাই কোয়ালিটিতে কনভার্ট করে বেশ কিছু যায়গা উদ্ধার করতে পারেন কারন Google এর ১৫ জিবি স্পেস যদি Orginal Quality ছবি দিয়ে শেষ করে ফেলেন তাহলে আপনি ইমেইল পাঠাতে বা রিসিভ করতে পারবেন নাহ।
এখন যদি আপনি ছবি ব্যকাপ করতে চান তাহলে কি করবেন? দুইটা অপশন আছে আপনার জন্য ।
১) অন্য কোন সার্ভিসে সুইচ করা।
২) Google Pixel ডিভাইস কিনে নেয়া।
চলুন এখন দেখে নেই আপনি কি ফ্রী অল্টারনেটিভ ব্যবহার করে আপনার ছবি ব্যকাপ রাখতে পারেন।
১) 15Gb Google Photos ( ভিন্ন ভিন্ন একাউন্ট ইউজ করতে পারেন )
২) Dropbox
৩) OneDrive by Microsoft
৪) Mega.NZ Cloud Storage ( এরা ৫০ জিবি ফ্রি স্টোরেজ দেয়)
কমেন্টে জানাবেন আপনি কি করছেন! আমি পিক্সেল নিয়ে নিসি :3
ধন্যবাদ ভাই। ভাল একটা উপকার করলেন। আমার সব অরিজিনাল কোয়ালিটি ছিল
Google Pixel ki ??
৪) Mega.NZ Cloud Storage ( এরা 15 জিবি ফ্রি স্টোরেজ দেয়) NOT 50GB