সকালে বাসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে আবহওয়ার খবর জানলে সুবিধা হয়। বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা নিয়ে নেওয়া যায়। এ জন্য এখন আর রেডিও, টিভি কিংবা সংবাদপত্রের উপর নির্ভর করার দরকার নেই।
স্মার্টফোনের এ সময় আবহওয়ার খবর অ্যাপেই জানা যায়। এমন অনেক অ্যাপ রয়েছে। তবে আবহাওয়ার জন্য আলাদা কোনো অ্যাপ ফোনে ইন্সটল না করে ফেইসবুকের মাধ্যমেই তা জানা যাবে দিনটি কেমন যাবে।
সম্প্রতি জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। যেভাবে ফেইসবুক অ্যাপের মাধ্যমে আবহওয়ার খবর জানবেন তা এ প্রতিবেদনে তুলে ধরা হলো।
আপনার ফোনে ফেইসবুক অ্যাপ না থাকলে সেটি ডাউনলোড করে লগইন করতে হবে ইউজার নাম ও আইডি দিয়ে।
তারপর উপর ডান পাশে থাকা মেন্যু অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাবে বাম পাশে।
এরপর সেখান থেকে apps মেনুতে দিয়ে ‘see all’-এ যেতে হবে।তাহলে ফেইসবুকের সবগুলো অ্যাপনির্ভর নানা ফিচার দেখা যাবে। সেখানে ‘weather’ নামে অ্যাপটি দেখা যাবে। তাতে ক্লিক করলেই আবহওয়ার খবর জানা যাবে। যদি লোকশন ঠিক না থাকে, তাহলে ডান দিকের উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে লোকেশন ও আবহওয়ার একক ঠিক করে নেওয়া যাবে।