হোয়াটসঅ্যাপ বাড়তি নিরাপত্তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন সুবিধা চালু করেছে। ফিচারটি অ্যাক্টিভ থাকলে সহজেই হ্যাক করা যাবে না আইডি। এতে আরও নিরাপদ হবে আপনার আইডিটি ও ব্যক্তিগত তথ্য।
কিভাবে ফিচারটি চালু করতে হবে তা তুলে ধরা হলো আজকের টিউটোরিয়ালে।
প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে উপরে ডান পাশে থাকা সেটিংসে যেতে হবে।
তারপর সেখান থেকে ‘account’-এ ক্লিক করতে হবে। তাহলে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যের একটি পেইজ চালু হবে।
সেখান থেকে ‘two-step-verification’ অপশনটি ক্লিক করতে হবে।
এরপর ‘confirm your passcode’ লেখার নিচে ৬ ডিজিটের একটি নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
তারপর মেইল এড্রেস দিতে হবে। এ মেইল আইডি খুব গুরুত্বপূর্ণ। কেননা যদি কোনো কারণে কোড মনে না থাকে বা ফোন নম্বর হারিয়ে যায়, তখন মেইল আইডির মাধ্যমে হোয়াটসঅ্যাপের আইডি উদ্ধার করা যাবে।
পরবর্তী ধাপে আবারও মেইল আইডি দিয়ে সেইভ করতে হবে। তাহলে টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।