হোয়াটসঅ্যাপ বাড়তি নিরাপত্তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন সুবিধা চালু করেছে। ফিচারটি অ্যাক্টিভ থাকলে সহজেই হ্যাক  করা যাবে না আইডি। এতে আরও নিরাপদ হবে আপনার আইডিটি ও ব্যক্তিগত তথ্য।

কিভাবে ফিচারটি চালু করতে হবে তা তুলে ধরা হলো আজকের টিউটোরিয়ালে।

প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে উপরে ডান পাশে থাকা সেটিংসে যেতে হবে।

whatsapps-techshohor (2)

তারপর সেখান থেকে ‘account’-এ ক্লিক করতে হবে। তাহলে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যের একটি পেইজ চালু হবে।

whatsapps-techshohor (3)

সেখান থেকে ‘two-step-verification’ অপশনটি ক্লিক করতে হবে।

3

এরপর ‘confirm your passcode’ লেখার নিচে ৬ ডিজিটের একটি নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

whatsapps-techshohor (4)

তারপর মেইল এড্রেস দিতে হবে। এ মেইল আইডি খুব গুরুত্বপূর্ণ। কেননা যদি কোনো কারণে কোড মনে না থাকে বা ফোন নম্বর হারিয়ে যায়, তখন মেইল আইডির মাধ্যমে হোয়াটসঅ্যাপের আইডি উদ্ধার করা যাবে।

whatsapps-techshohor (1)

পরবর্তী ধাপে আবারও মেইল আইডি দিয়ে সেইভ করতে হবে। তাহলে টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments