অনলাইনে আয় করতে চায় অনেকেই। আপনি কি জানেন গুগল থেকে আয় করা যায়? এর জন্য রয়েছে গুগল অ্যাডসেন্স। মনে নিশ্চিয় প্রশ্ন উকিঁ দিচ্ছে যে, গুগল অ্যাডসেন্স কি? কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যায়? কিভাবে অনলাইনে আয় করব?
আপনার এই সবগুলো প্রশ্নের উত্তর মিলবে এই আর্টিকলে। ধাপে ধাপে সজেই চেষ্টা করব বিষয়টি বুঝিয়ে বলার জন্য। ইন্টারনেটের এই যুগে চেষ্টা ও ধৈর্য থাকলে আপনি গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন।
এক নজরে সূচী
গুগল অ্যাডসেন্স কি?
প্রতিদিন নানা প্রয়োজনে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন তাই না! তখন লক্ষ্য করলে দেখবেন কিছু সাইটে বিভিন্ন পণ্যের এডড দেখানো হয়। এডডগুলো উপরে খুব ছোট করে লেখা থাকে “ads by google”। মূলত এই এডগুলো গুগল থেকে প্রদর্শিত হয়। যে ওয়েবসাইটে এডগুলো দেখানো হয় সেই ওয়েবসাইটের মালিক গুগল থেকে এডড দেখানো জন্য আয় করে।
এখন প্রশ্ন জাগতে পারে এডডগুলো কে দেয়? এডডগুলো মূলত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচারনার জন্য দিয়ে থাকে। বিনিময়ে কোম্পানিগুলো গুগলকে অর্থ দেয়। সেই অর্থ থেকে কিছু অংশ গুগল রাখে বাকি অংশ পাবলিশার বা ওয়েবসাইটের মালিকদের দেয় গুগল।
যদি আরেকটু বুঝিয়ে বললে এভাবে বলা যায়, গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশীদারি প্রকল্প যার মাধ্যমে গুগল ও তার ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন।
গুগল অ্যাডসেন্স অনলাইন অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। এটির মাধ্যমে বিশ্বের বড় বড় ব্লগ বা ওয়েবসাইট মনিটাইজ করে টাকা আয় করে থাকেন। গুগলের আয়ের বড় একটি অংশ আসে গুগল অ্যাডসেন্স থেকে।
গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে?
সব সময় ব্যবহারকারীদের আগ্রহের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায় গুগল। ধরুন, আপনি স্মার্টফোন কেনার জন্য গুগলে সার্চ করলেন। তখন আপনি কিছু ওয়েবসাইট ভিজিট করলেন। সেখানে আপনাকে স্মার্টফোন কোম্পানির বিজ্ঞাপন দেখাবে গুগল।
নির্দিষ্ট আগ্রহের ব্যবহারকারীদের জন্য বিষয়বস্তু ভিত্তিক বিজ্ঞাপনগুলো টার্গেট করা হয়। সাধারণত সিপিএম (CPM) বা সিপিসি(CPC) এই দুইটি পদ্ধতিে কোম্পানিগুলো গুগলকে এডড দেয়।
CPM এর পূর্ণরূপ হল Cost Per Mille। এখানে Mille হল একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল Thousand। আরও সহজভাবে বললে, CPM এর অর্থ দাঁড়ায় Cost Per Thousand Impression। অর্থাৎ একজন এডভার্টাইজার তার কোনো এড ১০০০ বার প্রদর্শন করার জন্য যে পরিমাণ অর্থ দিতে রাজি থাকে, তাকে CPM বলে।
একজন এডভার্টাইজার যদি 2.00$/CPM রেটে তার এড প্রদান করে তাহলে এর অর্থ এই যে এডভার্টাইজার তার এড এর প্রতি ১০০০ ভিউ এর জন্যে ২$ পে করবেন। CPM শব্দটি শুধুমাত্র এডভার্টাইজারের ক্ষেত্রে প্রযোজ্য, ইউটিউবারের জন্য নয়।
আর CPC এর পূর্ণরূপ হল Cost Per Click। CPC শব্দটিও কেবল এডভার্টাইজারদের ক্ষেত্রে প্রযোজ্য। সহজভাবে বললে একজন এডভার্টাইজার তার এড এ প্রতি ১০০০ ক্লিকের জন্য যে পরিমাণ অর্থ দিতে রাজি থাকে, তাকে CPC বলে। যদি কোনো এডভার্টাইজার 5.00$/CPC রেটে এড প্রদান করে তাহলে তিনি তার এড এ প্রতি ১০০০ টি ক্লিকের জন্য ৫$ প্রদান করবে।
এবার গুগল সেই ৫ ডলার থেকে একটা অংশ রাখবে। আরেকটা অংশ যে ওয়েবসাইটে এডড দেখাবে সেই ওয়েবসাইটের মালিককে দিবে।
গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করবেন?
আশা করি গুগল অ্যাডসেন্স কি এবং কিভাবে কাজ করে তা বুঝতে পেরেছেন। এবার আপনার মনে প্রশ্ন জগতে নিশ্চয় আপনি কিভাবে আয় করব?
গুগল সাধারণ ওয়েবসাইট/ব্লগ সাইট এবং ইউটিউবে এডড দেখায়। তাই আপনার একটি ওয়েবসাইট/ব্লগ সাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।
ব্লগের ক্ষেত্রে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে গুগল অ্যাডসেন্সের সবগুলো নিয়ম মেনে। তারপর গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হবে। আপনার সব নিয়মগুলো মেনে থাকলে গুগল অ্যাডসেন্স এ আপনার একাউন্ট এপ্রুভ হবে তখন আপনার ওয়েবসাইট এডড প্রদর্শিত হবে।
তারপর সেই এডড থেকে আপনার আয় হবে। আপনার ওয়েবসাইট যত বেশি ভিজিটর থাকবে ততো বেশি আয় হওয়ার চান্স বাড়বে। যখন আপনার আয় ১০০ ডলার হবে তখন আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকের মাধ্যমে টাকা আনতে পারবেন।
গুগল অ্যাডসেন্সে এপ্লাইয়ের আগে অবশ্যই আপনাকে গুগলের নিয়মগুলো ভালো করে পড়ে নিতে হবে। এই ঠিকানায় পলিসিগুলো পাবেন। অ্যাডসেন্সের জন্য আবদেন করার পরে আপনার ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে। গুগল চেক করবে আপনার ওয়েবসাইট সব নিয়ম মেনেছে কিনা। যদি সব ঠিক থাকে ৭২ ঘন্টার মধ্যেই গুগল আপনাকে মেইল করে জানিয়ে দিবে যে আপনার আবেদনটি এপ্রুভ হবে।
তবে যদি কোন সমস্যা থাকে, তাহলে গুগল জানিয়ে দিবে পলিসি না মানায় আপনার ওয়েবসাইটটি এপ্রুভ করা হয়নি। তবে ভয়ের কিছু নেই। আপনি সমাধানটি সমাধান করে আবার অ্যাডসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন।