অনলাইনের এই যুগে টিভি বাদ দিয়ে অনলাইনে টি২০ বিশ্বকাপ ২০২১ লাইভ খেলা দেখতে চান অনেকেই। কেননা হাতে থাকা ফোনেই সহজে যে কোন স্থানে বসে দেখা যায় প্রিয় টিমের যে কোন খেলা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে  অনলাইনে টি২০ বিশ্বকাপ ২০২১ এর লাইভ খেলা দেখব। অনলাইনে টি২০ বিশ্বকাপ দেখার কৌশলগুলো তুলে ধরব এই লেখায়।

বর্তমান সময়ের ফেইসবুকে ও ইউটিউব কপিরাইটের বিষয়গুলোতে বেশ নজর দিয়েছে। তাই যদি অনলাইনে কোন প্লাটফর্ম ইউটিউব বা ফেইসবুকে কোন চ্যানেল বা পেইজে যদি অনুমতি না থাকে তাহলে তারা সরাসরি খেলা প্রদর্শন করতে পারবে না।

তবে এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‌্যাবিটহোল। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। র‌্যাবিটহোল অ্যাপের মাধ্যমে যাত্রা শুরু করলেও, ইউটিউব চ্যানেল ‘র‌্যাবিটহোলবিডি স্পোর্টস’ এবং ২০১৮ সালে শুরু হওয়া ‘র‌্যাবিটহোলবিডি ডট কম’ পোর্টাল থেকে সব ধরণের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে স্বল্পসময়ে তুমল জনপ্রিয় হয়ে ওঠা এই প্ল্যাটফর্মটি।এই প্লাটফর্মটির মধ্যে অনলাইনে খেলা দেখা যাবে। তবে এর জন্য সাবস্ক্রাইব করতে হবে।

র‍্যাবিটহোলবিডি প্লাটফর্ম ছাড়াও নিজস্ব অ্যাপ ও পোর্টালের পাশাপাশি দর্শকদের সুবিধার্থে বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও সরাসরি টি২০ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্মটি- র‌্যাবিটহোল।  এই অংশীদারিত্বমূলক চুক্তি অনুযায়ী, পুরো টি২০ বিশ্বকাপজুড়েই বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপে র‌্যাবিটহোল দেখা যাবে। নির্দিষ্ট কিছু ডেটা ও কম্বো প্যাক কেনার মাধ্যমে ঘরে বসেই বিশ্বকাপের জমজমাট ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। গ্রামীণফোণ ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে এসব ডেটা প্যাক সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই ঠিকানা থেকে মাইজিপি অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অনলাইনে টি২০ বিশ্বকাপ ২০২১ লাইভ খেলা দেখার আরো উপায় জানা মাত্রাই এই পোষ্টিতে আপডেট করা হবে। সাথে থাকুন টেক কাল্টের।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments