গোপনীয়তা ও নীতিমালা

টেককাল্টে প্রকাশিত পণ‍্য, অ‍্যাপ বা ওয়েবসাইটের রিভিউ নিজ দায়িত্বে পড়বেন। এবং ব‍্যবহারের কোন প্রকাশ ক্ষতি, অ‍্যাপ কাজ না করলে টেককাল্ট কতৃপক্ষ দায়ী নয়।

আপনার কোন তথ্যকে অন্য কোন মার্কেটিং কোম্পানির কাজে বা যেকোনো অনলাইন মার্কেটিং এ ব্যবহার করা হয় না।
টেককাল্টে কোন হ‍্যাকিং বা ক্ষতি হয় এমন লিংক প্রচার বা প্রসার করে না।

টেককাল্টের অনেক লেখায় অন‍্য কোন সাইট থেকে তথ‍্য নিযে নিজের মত করে সাজিয়ে লেখা হয়ে থাকে। যদি আপনার কোন লেখা থেকে কপি করা হয়েছে মনে করেন তাহলে উপযুক্ত প্রমাণসহ যোগাযোগ করবেন।

টেককাল্ট থেকে যে কোন লেখা বা তথ‍্য আপনি ব‍্যবহার করতে পারবেন। তবে সোর্স ও ওয়েবসাইট লিংক সেই লেখার যুক্ত করতে হবে।