১ জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে অনেকেই আসল তথ্যটি জানুন:
“আগামী ৩০জুন পর্যন্ত যেসব মোবাইল ফোন কোন না কোন অপারেটরে ব্যবহৃত হয়েছে সেসব ফোন ৩০ জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং ১ জুলাই থেকে যেসব ফোন নতুন কেনা হবে সেগুলো যদি আমদানি কারক কিংবা দোকানদার কর্তৃক নিবন্ধিত না হয় তাহলে তা বাতিল বলে গন্য হবে।
অর্থ্যাৎ ৩০জুন পর্যন্ত চলমান সকল অবৈধ মোবাইলই বৈধ বলে বিবেচিত হবে এবং কেউ যদি নতুন মোবাইল কিনেছেন অথচ প্যাকেট খুলেন নাই এমন হয় তাহলে দ্রুত কোন সিম লাগিয়ে ৩০ জুনের আগেই সেটা চালু করুন কারন, ৩০ জুনের পর সেটা চালু করলে অবৈধ মোবাইলের তালিকায়ও পড়ে যেতে পারে।
এবং ১ জুলাই এর পর থেকে যেখান থেকেই মোবাইল ফোন কিনেন না কেন সেটা নিবন্ধিত কিনা যাচাই করে নিবেন।
নিবন্ধিত মোবাইল যাচাই করতে : মেসেজ অপশনে গিয়ে :
kyd <স্পেস> ১৬ ডিজিটের IMEI নাম্বার লিখে send করুন – 16002 নম্বরে
IMEI নাম্বার যদি না জানেন তাহলে তা আগে বের করে নিন : ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন : *#06# লিখে।
লেখাঃ Salauddin Salim
নোটঃ দেশের বাহিরে থেকে আনা ফোন গুলোর জন্য আলাদা Manually Reg সিস্টেম চালু করা হবে।
মোবাইল যদি এখন বাহিরে চালু থাকে সেটা যদি পরে দেশে আনা হয় তাইলে কি সেটা নিবন্ধন করে ব্যবহার করতে হবে নাকি এমনিতেই করা যাবে??