কোন বড় ইভেন্ট ছাড়াই অনলাইনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স। সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে জানিয়েছে জুনের ২২ তারিখ অনলাইনে অনুষ্ঠিত হবে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)।
সাধারণত জুনের শুরুতে আয়োজনটি করে অ্যাপল। আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যারের ঘোষণা আসে আসরটি থেকে। অনেক সময় নতুন নতুন ডিভাইসের ব্যাপারেও জানায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গত বছরের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) আয়োজনে পাঁচ হাজার ৯৯৯ ডলারের ম্যাক প্রো, চার হাজার ৯৯৯ ডলারের অ্যাপল প্রো ডিসপ্লে এক্সডিআর উন্মোচন করেছিল অ্যাপল। এবার কি আনে সেটাই দেখার বিষয়। অপেক্ষার পাল্লা শুরু।
★ তথ্য প্রযুক্তি বা নতুন কোন গ্যাজেট সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে করুন টেককাল্টের ফেইসবুক গ্রুপে। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
★ প্রযুক্তি নিযে নিত্যনতুন ভিডিও দেখতে সাবক্রাইব করুণ টেক কাল্টের ইউটিউব চ্যানেলে।