সেপ্টেম্বর মাস মানেই অ্যাপলের প্রেস ইভেন্ট আর সেখানেই ঘোষণা আসে নতুন আইফোনের। তাই তো কয়েক মাস আগে থেকেই প্রযুক্তি প্রেমীদের অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনা শুরু হয় আইফোন ১৩ নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে টেক জায়ান্ট অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দেয় ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রেস ইভেন্টে।

করোনা মহামারির আইফোনের পাশাপাশি আইপ্যাড ও অ্যাপল ওয়াচের নতুন সংস্করণ এনেছে প্রতিষ্ঠানটি। কি আছে নতুন ডিভাইসগুলোতে সেগুলোর মূল কত? বিস্তারিত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

নতুন আইফোন

আইফোন ১৩ এর আনুষ্ঠানিক ঘোষণার দেয়ার আগে অনেক গুজব ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া গুজবের সাথে নতুন আইফোন পুরো মিলে যায়। অ্যাপল গ্রাহকদের আইফোন ১৩ সিরিজের মাধ্যমে চমক দিতে পারেনি। কেননা তেমন কোন নতুনত্ব নেই এতে। ডিজাইন সেই আগেই আইফোন ১২ এর মতই। হার্ডওয়্যার ও ক্যামেরায় কিছুটা উন্নয়ন আনা হয়েছে।

তবু নতুন আইফোন বলে কথা, গ্রাহকদের আগ্রহের কমতি নেই। চারটি মডেলে এল আইফোন ১৩। গতবারের মতোই মডেল চারটি হলো আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনি

আইফোন ১৩ সিরিজ দেখতে আইফোন ১২ এর মতই। ডিজাইনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে তেমন কোন পরিবর্তন চোখে পরবে না। তবে নচের আকার কিছুটা ছোট করা হয়েছে।

আইফোন ১৩ এর ডিসপ্লে সাইজ ৬.১ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন হলো ২৫৩২*১১৭০ পিক্সেল ও পিক্সেল ৪৭৬। আইফোন ১৩ মিনি এর ডিসপ্লে সাইজ ৫.৪ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন হলো ২৩৪০*১০৯০ পিক্সেল ও পিক্সেল ৪৭৬। ডিসপ্লেতে আগের মতোই ওলেড প্যানেল রয়েছে।

 

 

ব্যাটারি কিছুটা উন্নয়ন হয়েছে পূর্বের সংস্করণ থেকে আইফোন ১২ থেকে ১৩ এর ব্যাটারি আয়ু বেড়েছে আড়াই ঘন্টা। পূর্ণ চার্জে আইফোন ১৩ দিয়ে টানা ১৯ ঘন্টা ভিডিও দেখে যাবে। ৭৫ ঘন্টা টানা গান শুনা যাবে।

ব্যাটারি কিছুটা উন্নয়ন হয়েছে পূর্বের সংস্করণ থেকে আইফোন ১২ মিনি থেকে থেকে ১৩ মিনি এর ব্যাটারি আয়ু বেড়েছে দেড় ঘন্টা। পূর্ণ চার্জে আইফোন ১৩ মিনি দিয়ে টানা ১৭ ঘন্টা ভিডিও দেখে যাবে। ৫৫ ঘন্টা টানা গান শুনা যাবে।

এবার আইফোন ১৩ ও ১৩ মিনিতে আইফোন ১২ প্রো ম্যাক্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুইটি ফোনেই রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড ও আল্টা ওয়াইড ডুয়েল ক্যামেরা সিস্টেম। ওয়াইড ক্যামেরার অ্যাপাচার হলো এফ/১.৬। আল্টা ওয়াইড ক্যামেরার অ্যাপাচার এফ/২.৪ এবং ১২০ ডিগ্রী ফিল্ড অফ ভিউ। রয়েছে ২ এক্স অপটিক্যাল জুম এবং ৫এক্স পর্যন্ত ডিজিটাল জুম সুবিধা।

স্টারলাইট, মিডনাই, নীল ও পিংক রঙে পাওয়া যাবে ফোন দুইটি। আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির দাম শুরু হয়েছে যথাক্রমে ৮২৯ ও ৭২৯ ডলার থেকে। এই দুটি মডেল পাওয়া যাবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট স্টোরেজে। ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে, আর বাজারে আসবে ২৪ সেপ্টেম্বরে।

আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স

গ্রাহকদের প্রিমিয়াম ডিভাইস হিসেবে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স এনেছে অ্যাপল। ডিজাইনে ১৩ ও ১৩ মিনির মতই। তবে ১২০ হার্টজ রিফ্রেশ রেইট ডিসপ্লে ও উন্নত ক্যামেরা রয়েছে এই আইফোন ১৩ ম্যাক্স এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সে।

আইফোন ১৩ প্রো এর ডিসপ্লে সাইজ ৬.১ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন হলো ২৫৩২*১১৭০ পিক্সেল ও পিক্সেল ৪৬০। আইফোন ১৩ প্রো ম্যাক্স এর ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন হলো ২৭৭৮*১২৮৪ পিক্সেল ও পিক্সেল ৪৫৮। ডিসপ্লেতে আগের মতোই ওলেড প্যানেল রয়েছে। ডিসপ্লেগুলো ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ‘প্রো-মোশন’ প্রযুক্তির।

ফোন দুইটিতে রয়েছে তিনটি ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরায় যথাক্রমে টেলিফটো, ওয়াইড ও আল্টা ওয়াইড সেন্সর রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় কম আলোয় ভালো ছবি তোলা যাবে। ভিডিওয়ের ক্ষেত্রে দারুণ সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। অ্যাপলের দাবি, আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স এর ক্যামেরা সিনেমা তৈরিতেও ব্যবহার করা যাবে। কেননা এতে উন্নত মানের সব সেন্সর ব্যবহার করা হয়েছে যার ফলে ভালো কোয়ালিটির ভিডিও শুট করা যাবে।

সিনেমেটিক মোড যুক্ত করা হয়েছে নতুন আইফোনে। এই মোড ব্যবহার করে সহজেই অবজেক্টের ফোকাস নিয়ন্ত্রণ করা যাবে। নতুন ম্যাক্রো মোডে ২ সেন্টিমিটার দূরের বস্তুতেও ফোকাস করার সুবিধা মিলবে। এছাড়া টেলিফটো লেন্সে তিন গুণ জুম করার সুবিধা যুক্ত করায় তিনটি ক্যামেরা মিলিয়ে মোট ছয় গুণ অপটিক্যাল জুমের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

স্মার্টফোন দুটি বাজারে আসবে গ্রাফাইট, সোনালি, রুপালি ও হালকা নীল রঙে। আইফোন ১৩ প্রোর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে অন্তত ১ হাজার ৯৯ ডলার।

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments