অপেক্ষার প্রহর শেষ হলে উন্মোচন হলো ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো স্মার্টফোন। চীনের স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফোন দুইটি বাজারে আনার ঘোষণা দেয়। সাদামাটা সুন্দর ডিজাইনের ফোন দুইটিতে ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লের দিকে ফোকাস করা হয়েছে। ক্যামেরা রয়েছে ৩০ এক্স জুম, রয়েছে সর্বোচ্চ ৩০ এক্স জুম সুবিধা। চলুন দেখে নেয়া যায় কি আছে ডিভাইস দুইটিতে।
ওয়ানপ্লাস ৮ প্রো
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, রেজুলেশন ১৪৪০*৩১৬৮ এবং ৫১৩ পিক্সেল। ৯০.৮ এসপেক্ট রেশিও।
প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর।
র্যাম: ৮/১২ গিগাবাইট
জিপিইউ: অ্যান্ড্রেন ৬৫০
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০.০ (অক্সিজেন ওএস ১০.০)
স্টোরেজ: ১২৮/২৫৬ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: কোয়ার্ড ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল, এফ/১.৮ । ৮ মেগাপিক্সেল এফ/২.৪, ৪৮ মেগাপিক্সেল এফ/২.২ এবং ৫ মেগাপিক্সেল, এফ/২.৪।
সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল, এফ/২.৫।
ব্যাটারি : ৪৫১০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভাল ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: ৮ গিগাবাইট সংস্করণ ৮৯৯ মার্কিন ডলার এবং ১২ গিগাবাইট সংস্করণ ৯৯৯ মার্কিন ডলার।
ওয়ানপ্লাস ৮
ডিসপ্লে: ৬.৫৫ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, রেজুলেশন ১০৮০*২৪০০ এবং ৪০২ পিক্সেল। ৮৮.৭ এসপেক্ট রেশিও।
প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর।
র্যাম: ৮/১২ গিগাবাইট
জিপিইউ: অ্যান্ড্রেন ৬৫০
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০.০ (অক্সিজেন ওএস ১০.০)
স্টোরেজ: ১২৮/২৫৬ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: ট্রিপল ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল, এফ/১.৮ । ১৬ মেগাপিক্সেল এফ/২.২, এবং ২ মেগাপিক্সেল, এফ/২.৪।
সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল, এফ/২.০।
ব্যাটারি : ৪৩০০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভাল ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: ৮ গিগাবাইট সংস্করণ ৬৯৯ মার্কিন ডলার এবং ১২ গিগাবাইট সংস্করণ ৭৯৯ মার্কিন ডলার।