চীনের স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান শাওমি নতুন তিনটি ফোন উন্মোচন করেছে। রেডমি নোট ৯, রেডমি নোট ৯ প্রো এবং শাওমি মি নোট ১০ লাইট। ডিভাইসগুলো মূলত রেডমি নোট প্রো ম্যাক্স এবং রেডমি নো ৯এসের গ্লোবাল সংস্করণ। খুব কনফিউশন লাগছে তাই না ! শাওমি একই ফিচারে ভিন্ন নামে চীন সংস্করণ ও গ্লোবাল সংস্করণ বাজারে আনে। আচ্ছা চলুন এবার দেখি কি আছে ডিভাইস গুলোতে।
শাওমি রেডমি নোট ৯ ( Redmi Note 9)
★ তথ্য প্রযুক্তি বা নতুন কোন গ্যাজেট সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে করুন টেককাল্টের ফেইসবুক গ্রুপে। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
★ প্রযুক্তি নিযে নিত্যনতুন ভিডিও দেখতে সাবক্রাইব করুণ টেক কাল্টের ইউটিউব চ্যানেলে।
ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চি , রেজুলেশন ১০৮০*২৩৪০ এবং পিপিআই ৩৯৫ পিক্সেল। ৮৩.৫ এসপেক্ট রেশিও।
প্রসেসর : মিডিয়াটেক হেলিও জি৮৫
র্যাম: ৩/৮ গিগাবাইট
জিপিইউ: মালি জি৫২ এমসি২
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০.০ (এমআইইউআই ১১)
স্টোরেজ: ৬৪/১২৮ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: কোয়ার্ড ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল, এফ/১.৮ । ৮ মেগাপিক্সেল এফ/২.২, ২ মেগাপিক্সেল এফ/২.৪ এবং ২ মেগাপিক্সেল, এফ/২.৪ (ডেপথ)।
সেলফি ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল, এফ/২.৩।
ব্যাটারি : ৫০২০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভাল ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: ৩/৬৪জিবি সংস্করণের মূল্য ১৯৯, মার্কিন ডলার। ৪/১২৮ জিবি সংস্করণের মূল্য ২৪৯ মার্কিন ডলার।
শাওমি রেডমি নোট ৯ প্রো (Redmi Note 9 pro)
আরো পড়ুন: শাওমি ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জেইন : আন্তর্জাতিক বাজারের দামেই মিলবে শাওমি ডিভাইস
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি , রেজুলেশন ১০৮০*২৪০০ এবং পিপিআই ৩৯৫ পিক্সেল। ৮৪.৫ এসপেক্ট রেশিও।
প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
র্যাম: ৬ গিগাবাইট
জিপিইউ: অ্যান্ড্রেন ৬১৮
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০.০ (এমআইইউআই ১১)
স্টোরেজ: ৬৪/১২৮ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: কোয়ার্ড ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল, এফ/১.৯ । ৮ মেগাপিক্সেল এফ/২.২, ৮ মেগাপিক্সেল এফ/২.৪ এবং ৫ মেগাপিক্সেল (মাইক্রো), ২ এফ/২.৪ (ডেপথ)।
সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল, এফ/২.৫।
ব্যাটারি : ৫০২০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভাল ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: ৬/৬৪জিবি সংস্করণের মূল্য ২৬৯, মার্কিন ডলার। ৬/১২৮ জিবি সংস্করণের মূল্য ২৯৯ মার্কিন ডলার।
শাওমি মি নোট ১০ লাইট (Xiaomi Mi Note 10 Lite)
আরো পড়ুন: দেশে করোনা মোকাবিলায় ৪০ লক্ষ টাকা সহায়তা দিচ্ছে শাওমি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি , রেজুলেশন ১০৮০*২৩৪০ এবং পিপিআই ৩৯৮ পিক্সেল। ৮৭.৮ এসপেক্ট রেশিও।
প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
র্যাম: ৬/৮ গিগাবাইট
জিপিইউ: অ্যান্ড্রেন ৬১৮
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০.০ (এমআইইউআই ১১)
স্টোরেজ: ৬৪/১২৮ গিগাবাইট
ব্যাক ক্যামেরা: কোয়ার্ড ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল, এফ/১.৯ । ৮ মেগাপিক্সেল এফ/২.২, ৮ মেগাপিক্সেল এফ/২.৪ এবং ২ মেগাপিক্সেল (মাইক্রো), ৫ এফ/২.৪ (ডেপথ)।
সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল, এফ/২.৫।
ব্যাটারি : ৫২৫৬ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভাল ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।
দাম: ৪/৬৪জিবি সংস্করণের মূল্য ৩৭৯, মার্কিন ডলার। ৬/১২৮ জিবি সংস্করণের মূল্য ৪৩৩ মার্কিন ডলার।
★ তথ্য প্রযুক্তি বা নতুন কোন গ্যাজেট সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে করুন টেককাল্টের ফেইসবুক গ্রুপে। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
★ প্রযুক্তি নিযে নিত্যনতুন ভিডিও দেখতে সাবক্রাইব করুণ টেক কাল্টের ইউটিউব চ্যানেলে।