বন্ধ হচ্ছে অ্যালেক্সা ডটকম। ওয়েবসাইট অ‍্যানালাইসিস দেখার জনপ্রিয় এই সেবাটি ২০২২ সালের ১ মে থেকে বন্ধ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় এই তথ‍্য জানানো হয়েছে। অ‍্যালেক্সা ডটকমের মালিক অ‍্যামাজন।

মূলত, ওয়েবসাইটের র‍্যাংকি ও তথ‍্য দেখার জন‍্য অ‍্যালেক্সা সবাই ব‍্যবহার করেন। অ‍্যালেক্সার মাধ‍্যমে দেখা যায় কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি ভিজিট হয়। ভিজিটর ও সার্চ রেজাল্ট ইত‍্যাদির উপর ভিত্তি করে অ‍্যালেক্সা দেখায় ওয়েবসাইট কত অবস্থানে রয়েছে। বিশ্বব‍্যাপি ও দেশ অনুযায়ী সাইটের র‍্যাংকিং দেখা যায়।

২৫ বছর আগে যাত্রা সাইটটি ১৯৯৬ সালে চালু করা হয়েছে। এই সাইটের মালিক হিসেবে ব্রুস জিলাট সুপরিচিত একজন সাইবার স্পেসম্যান। পরবতীর্তে অ‍্যামাজন অ‍্যালেক্সা কিনে নেন।

অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করা হবে। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

উল্লেখ‍্য ওয়েবসাইটের মালিক, হোস্টিং দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় অ্যালেক্সা। এছাড়া বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র‍্যাংকিং কত তা দেখায়। এসইও‘র কাজে অ্যালেক্সা বহুল ব্যবহৃত হয়ে থাকে।

ওয়েব বিশেষজ্ঞদের মতে, অ্যালেক্সা র‍্যাংকিং-এ যদি কোনো সাইট প্রথম ১,০০,০০০-এর মধ্যে না থাকে, তাহলে যে রিপোর্ট দেখায়, তা প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে। অ্যালেক্সা র‍্যাংকিং যদিও বিশ্বনন্দিত, কিন্তু যারা অ্যালেক্সা টুলবার ব্যবহার করেন কেবল তাদের ভিজিটই অ্যালেক্সা গোনে, তাই অ্যালেক্সার তথ্য ১০০ ভাগ নিরপেক্ষ নয়।

 

 

 

বন্ধুদের জানিয়ে দেন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments